স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ অক্টোবর : ধর্ষণের শিকার যুবতী। ঘটনা তেলিয়ামুড়া থানা এলাকায়। গ্রেপ্তার অভিযুক্ত রুবেল মিয়া। যুবতীর বাড়ি জিরানীয়া এলাকায়। মঙ্গলবার রাতে এনিয়ে যুবতীর পরিবারের তরফে তেলিয়ামুড়া থানায় মামলা করা হয়। জানা যায়, তেলিয়ামুড়া থানাধীন বাইশ ঘড়িয়া এলাকায় যুবতী গৃহ পরিচারিকার কাজ করতেন।
কিন্তু বাইশ ঘড়িয়া এলাকায় ৮ মাস কাজ করার পর যুবতীর বাবার মৃত্যু হওয়ায় তার জিরানিয়া স্থিত নিজ বাড়িতে ফিরে যায়। বাড়ি ফেরার পর যুবতী বিষয়টি পরিবারকে জানায়। বাইশ ঘড়িয়া এলাকারই বাসিন্দা রুবেল মিয়া নামে এক যুবক তাকে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে জানায় নির্যাতিতা। পরবর্তী সময় মঙ্গলবার বাইশ ঘড়িয়া এলাকারই বাসিন্দা রুবেল মিয়ার বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় ধর্ষনের মামলা করা হয় নির্যাতিতা মেয়ের পরিবারের পক্ষ থেকে। মামলা নিয়েই পুলিশ অভিযুক্ত যুবককে আটক করে। এলাকা সূত্রে খবর, এনিয়ে বিগত কিছুদিন পূর্বে বাইশ ঘড়িয়া এলাকায় সালিসি সভাও করা হয় ঘটনাটির মীমাংসার উদ্দেশ্যে। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জনমনে।