স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : মিজোরাম থেকে করিমগঞ্জ হয়ে ত্রিপুরার দিকে আসা লরি থেকে মাদকদ্রব্য আটক। পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে অভিযান চালিয়ে এগুলি আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, AS-11 BC-7975 নম্বরের একটি লরি রাত একটার নাগাদ নিউ করিমগঞ্জ রেলওয়ে স্টেশনের কাছে আসতেই তল্লাশি করে উদ্ধার হয় ৯,৪৭৭ কেজি হেরোইন। যার বাজার মূল্য ৪৭.৪ কোটি টাকা। লরি চালককে আটক করেছে পুলিশ। পুলিশ অভিযুক্ত লরি চালকের বিরুদ্ধে এনজিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়েছে। ধারণা করা হচ্ছে নেশা সামগ্রীগুলি ত্রিপুরা রাজ্যে পাচার করার চেষ্টা করা হয়েছিল। অভিযুক্ত লরি চালককে জিজ্ঞাসা বাদে কারা কারা জড়িত এবং কোথায় নেশা সামগ্রী গুলি পাচার করার প্রচেষ্টা চলছিল তা বের হয়ে আসবে।