স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : সিনিয়ার লাইব্রেরিয়ানদের চূড়ান্ত সিনিয়ারিটির তালিকা প্রকাশ করা এবং সমস্ত যোগ্য লাইব্রেরী কর্মচারীদের স্বার্থে এক পদোন্নতি প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবিতে মঙ্গলবার ভারতীয় মজদুর সংঘ পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা এন শর্মার কাছে ডেপুটেশন প্রদান করা হয়। দীর্ঘ দশ বছর যাবত সিনিয়ার লাইব্রেরিয়ানের সমতুল্য হয়েও তালিকা বের করা হচ্ছে না। কিন্তু বর্তমান সরকার এডহক ভিত্তিক পদোন্নতি চালু করেছে।
অথচ সিনিয়ার লাইব্রেরীয়ান ও লাইব্রেরিয়ানরা এই সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। দপ্তরের কারনেই এই পদন্নোতি থেকে বঞ্জিত রয়েছে তারা। তাই লাইব্রেরীয়ানদের প্রমোশনের দাবি সহ পাঁচ দফা দাবিতে ডেপুটেশন প্রদান করে ভারতীয় মজদুর সঙ্গ পশ্চিম ত্রিপুরা জেলা কমিটি। দাবিগুলির যৌক্তিকতা মেনে তাদের আশ্বাস প্রদান করেন অধিকর্তা। আগামী এক মাসের মধ্যে সমস্যা গুলি পূরণ করার উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বলে জানান ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটির নেতৃত্ব উত্তম সরকার। রাজ্যে মোট ৩৬ জন লাইব্রেরিয়ান রয়েছেন বলে জানান তিনি।