স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : রেশন শপ অনিয়মভাবে বিভক্ত করায় রেশন দোকানে তালা ঝুলালো ভোক্তারা। ঘটনাস্থলে পুলিশ আসলেও আন্দোলনকারীরা পিছু হটেনি। অবশেষে ব্লক চেয়ারম্যানের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি। ঘটনা সোমবার সকাল দশটা নাগাদ চুরাইবাড়ি ২ নং রেশন দোকানটি বিগত ১৫ দিন পূর্বে দু’ভাগে বিভক্ত করা হয়। এই রেশন দোকানে ১১৩৬ টি রেশন কার্ড থাকলেও বর্তমানে তাকে দুটি ভাগে বিভক্ত করা হয়।
এতে করে দীর্ঘ দিনের ন্যায় ভোক্তারা ২ নং রেশনে আসলে জানতে পারেন সেখানে তাদের রেশন সামগ্রী নেই, তা অন্যত্র চলে গেছে, যার ফলে একে একে সবাই বিক্ষোভ দেখাতে থাকে। তারা জানায় ভোক্তাদের সুবিধার্থে যদি রেশন দোকান বিভক্ত করা হয় তাহলে ওই এলাকাতেই রেশন দোকান থাকা দরকার কিন্তু খাদ্য দপ্তর কর্তৃপক্ষ তা না করে অন্যত্র রেশন দোকান সরিয়ে নেয় আর তাতেই ক্ষেপে যান ভোক্তারা। এমন কি রেশন ডিলারের কার্ডও অন্যত্র চলে যায়। অবশেষে তারা রেশন দোকানে তালা ঝুলিয়ে দেন এবং রেশন দোকানের সামনে বিক্ষোভ ও আন্দোলন গড়ে তুলে। ভোক্তাদের দাবি, যদি পরিষেবা যথারীতি স্বাভাবিক না হয়, তাহলে দীর্ঘ আন্দোলনে যেতে বাধ্য হবে তারা। এখন দেখার বিষয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা গ্রহণ করা হয়।