Friday, March 29, 2024
বাড়িরাজ্যরাষ্ট্রপতি দুদিন সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত, বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্য...

রাষ্ট্রপতি দুদিন সফর ঘিরে প্রশাসনিক প্রস্তুতি চূড়ান্ত, বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : আগামী ১২ অক্টোবর দুদিনের রাজ্য সফরে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাজ্যে একাধিক কর্মসূচীতে অংশ নেবেন তিনি। উদয়পুর মাতাবাড়িতে পুজো দেওয়ার কথা রয়েছে তাঁর। একই সঙ্গে আগরতলার টাউন হলে প্রদান করা হবে নাগরিক সংবর্ধনা। রবীন্দ্রভবনে ভার্চুয়াল মাধ্যমে বেশ কিছু প্রকল্পের শিলন্যাস ও উদ্বোধন করবেন রাষ্ট্রপতি। বাধারঘাট রেল ষ্টেশনে নতুন দুটি ট্রেনের ফ্ল্যাগ অফ করার কথা রয়েছে।

এরপর নড়সিংগড় স্থিত টি আই টি- তে জুডিশিয়াল একাডেমীর সূচনা করবেন। ট্রিপল আই টি-র সূচনা করার কথা রয়েছে। ১৩ অক্টোবর রাজ্য ত্যাগ করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম সফর। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচারে রাজ্যে এসেছিলেন তিনি। রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে শুরু হয়েছে তৎপড়তা। আরক্ষা প্রশাসন থেকে প্রতিটি ভ্যানুতে বিশেষ নজরদারী রাখা হচ্ছে। দেখা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা। সোমবার রাজধানীর রবীন্দ্রভবন ঘুরে দেখেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। পরিদর্শন শেষে রাজ্য পুলিশের মহানির্দেশক জানান রাষ্ট্রপতির সফরকে সুন্দর ভাবে সম্পন্ন করতে এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। ভি আই পি –দের মুভমেন্টে যাতে সঠিক ভাবে হয় তাও দেখা হচ্ছে। এদিন বিকালে একটি পর্যালোচনা বৈঠক করা হবে। মঙ্গলবার হবে ফাইনাল রিহার্সাল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য