স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : সোমবার সকালে শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনে ভষ্মীভূত তিনটি কাঁপরের দোকান। ঘটনা কমলপুর মহকুমা মানিকভান্ডার ভিতরের বাজারে। ক্ষতিগ্রস্ত তিন ব্যবসায়ীর নাম ব্রজেন্দ্র দাস, নিয়তি পাল, শিল্পী দাস। সবগুলি দোকান কাঁপরের দোকান ছিল।
তবে স্থানীয়দের ধারণা শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটেছে। এবং শিল্পী দাসের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। তিন দোকান মিলিয়ে ক্ষয় ক্ষতি ২০-২৫ লক্ষ টাকা হবে বলে জানায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। কমলপুর দমকল কর্মীরা সঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণ না আনতে পারলে ব্যাপক হয় ক্ষতি হতো বলে ধারণা স্থানীয়দের। ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।