স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : সি এন জি ও লাইন গ্যাসের উপর থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের আরোপিত জি এস টি হ্রাস করা, অবিলম্বে সিএনজি এবং লাইন গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে এস ইউ সি আই পক্ষ থেকে রাজধানীর বটতলা এলাকায় সোমবার বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এ বিষয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক জানান, গ্যাসের অযৌক্তিক, অস্বাভাবিক জনবিরোধী মূল্যবৃদ্ধির বিরুদ্ধে যান চালক সহ সকল স্তরে গ্রাহকদের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে এগিয়ে আসা দরকার। ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেড সিএনজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি করছে এবং বাণিজ্যিক ভোক্তা ও সাধারণ ভোক্তাদের ব্যবহৃত লাইন গ্যাসের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি করছে। এভাবে মূল্য বৃদ্ধির ফলে সাধারণ এবং অংশের মানুষের উপর প্রভাব পড়বে। তাই মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয় বলে জানান তিনি।