Friday, March 1, 2024
বাড়িরাজ্য১০ টাকার কয়েন নিয়ে অভিনব পচার

১০ টাকার কয়েন নিয়ে অভিনব পচার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ অক্টোবর : রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অনুমোদিত ১০ টাকার কয়েন ভারতবর্ষের প্রতিটি প্রান্তে ব্যবহৃত হচ্ছে। যে সমস্ত জায়গায় এই কয়েন নিয়ে মানুষের মধ্যে সংশ্রয় আছে তাদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০ টাকার কয়েন সম্পূর্ণ ভাবে রিজার্ভ ব্যাঙ্কের অনুমোদিত। ১০ টাকার কয়েন বৈধ এবং নকল নয়। এই নিয়ে অযথা বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। এই কয়েন বেশি করে ব্যবহার করার বার্তা দেওয়া হয়।

এটা কাজগের চাইতে ভাল মাধ্যম। তাই কয়েনের ব্যবহার বেশী করে করতে হবে। এই কয়েনের অধিক প্রচলনের জন্য মার্চেন্ট এ্যাসোসিয়েশন, শ্রমিক সংগঠন গুলির সাথে আলোচনা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্কের ব্রান্ড অ্যাম্বাসেডর অভিনেতা অমিতাভ বচ্চন এই ক্ষেত্রে বিশেষ প্রচারে সামিল হয়েছেন। সোমবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এস বি আই আগরতলা শাখার উদ্যোগে  জয়নগর বাসট্যান্ড সংলগ্ন এটিএম কাউন্টারের সামনে মুদ্রা বিনিময়ের বিতরণ মেলার আয়োজন করা হয়। এই মেলা থেকে সকলের উদ্দেশ্যে আহ্বান জানান রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার আধিকারিক। তিনি স্পষ্ট করে দেন ১০ টাকার কোন কয়েন নকল নয়। তাই বেশী করে লেনদেনের ক্ষেত্রে ১০ টাকার কয়েন ব্যবহার করতে হবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য