স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : শনিবার আগরতলার বোজংনগরে এন্টি নারকোটিক্স আধিকারিক এবং পুলিশ প্রশাসনের সহায়তায় বিভিন্ন সময় অভিযানে আটক করা গাঁজা, ফেন্সিডিল , কোরেক্স , হেরোয়িন, ইয়াবা ট্যাবলেট সহ নেশা জাতীয় সামগ্রী ধবংস করা হয়। এদিন আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয় অভিযানে আটক নেশা সামগ্রী গুলি। এন্টি নারকোটিক্স ও ক্রাইম ব্রাঞ্চের ডি এস পি তরুণ দেববর্মা জানান দিল্লী থেকে নির্দেশ রয়েছে অভিযানে আটক নেশা সামগ্রী ধবংস করার।
সেই মোতাবেক শুক্রবার থেকে শুরু হয়েছে নেশা সামগ্রী ধবংস করার কাজ। শনিবারও একই পক্রিয়া চলে। সমগ্র দেশব্যাপী চলছে এই নেশা সামগ্রী নষ্ট করার পক্রিয়া। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই নেশা সামগ্রী নষ্টের পক্রিয়া সম্পর্কে অবগত হচ্ছেন। মূল ২০ লক্ষ টাকার নীচে আটক কৃত নেশা সামগ্রী গুলি দেখে ডিডিসি। এর অধিক মূল্য হলে অন্য দপ্তর দেখেন। এই দুই দিনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আটক করা নেশা সামগ্রী ধবংস করার কাজ চলছে বলে জানান তিনি।