স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ অক্টোবর : উৎসবের মরশুমে শাসক দল অফিস ভেঙে গুঁড়িয়ে দিল স্থানীয়রা। ঘটনা করবুক মন্ডলের চেলাগাং বিজেপির দলীয় কার্যালয়টি। কিন্তু কেন আচমকা দলীয় কার্যালয়টির উপর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে ভেঙ্গে গুড়িয়ে দিল তা নিয়ে এখনো কোনো স্পষ্ট কারণ উঠে আসে নি।
কিন্তু মাত্র কয়েকদিন আগে এলাকার বিধায়ক বুর্বোমোহন ত্রিপুরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। আর এর রেশ কাটতে না কাটতে আচমকা স্থানীয়রা দলীয় কার্যালয়ে চেয়ার টেবিল ফ্লাগ ফেস্টুন ভেঙে গুঁড়িয়ে দেওয়ার পেছনে মূলত কি কারণ রয়েছে তা নিয়ে এখনো বুঝে উঠতে পারছে না। তবে এলাকায় কান পাতলে শোনা যায় সাড়ে চার বছরের এলাকার মানুষ বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। সরকার তাদের সমস্যার সমাধান করেনি। এবং এলাকার উন্নয়নের জন্য অধিকাংশ দাবী দেওয়া পূরণ হয় নি। তাই এলাকায় এবার শাসক দলের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে মানুষ। পরবর্তী সময় করবুক থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। এদিকে এলাকায় বিজেপি নেতারা বাড়ি ঘর ছেড়ে অন্যথায় গিয়ে আত্মগোপন করে আছেন।