Friday, March 29, 2024
বাড়িরাজ্যরাস্তা সংস্কারের কাজে হাত লাগাল শাসক দলের কর্মকর্তারা

রাস্তা সংস্কারের কাজে হাত লাগাল শাসক দলের কর্মকর্তারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : বুক ফাটে মুখ ফাটে না। প্রশাসনের উপর আস্থা হারিয়ে বেহাল রাস্তা সংস্কারের কাজে হাত লাগায় শাসক দলের কর্মকর্তারা। কদমতলা ব্লকের অধীন পূর্ব ফুলবাড়ী গ্রাম পঞ্চায়েতের খাদিমপাড়া ২নং ওয়ার্ডের প্রধান সড়কটির এই বেহাল অবস্থার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। এই মূল সড়কের পাশেই রয়েছে খাদিমপাড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়টি। যা এলাকার একমাত্র শিক্ষাঙ্গন।

কিন্তু ওই স্কুলের সম্মুখে প্রধান সড়কটি কর্দমাক্ত অবস্থায় একেবারে ধানের জমিতে পরিণত হয়ে রয়েছে। অবশ্য সে বিষয়ে নজর নেই পঞ্চায়েত ও ব্লক কর্তৃপক্ষেরও। দীর্ঘদিন ধরে এই বেহাল রাস্তার ফলে স্কুলের ছাত্র-ছাত্রীরা প্রতিদিন স্কুলে আসেনি অন্যদিকে ওই রাস্তা দিয়ে গাড়ি চলাচলও করেনি তাই এর জন্য বিজেপির কার্যকর্তা ও এলাকাবাসীরা একাধিকবার পঞ্চায়েত কর্তৃপক্ষকে রাস্তা সংস্কারের দাবি ডেপুটেশনের মাধ্যমে জানালেও তা কোন কাজে আসেনি। তাই আস্হা হারিয়ে বিজেপির জেলা ও স্থানীয় নেতাদের উদ্যোগে রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগায়। এদিকে তাদের অভিযোগ কংগ্রেস ও সিপিএম যৌথ পরিচালিত হওয়ায় তারা বিজেপি নেতাদের কথা কর্ণপাত করেনি। কিন্তু এই রাজনীতির বেড়াজালে জড়িয়ে সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীরা গৃহবন্দী হয়ে আছেন। তাদের কথা ভাবার লোকই নেই। অপরদিকে স্কুলের মিড ডে মিল রান্না করে জানালা দিয়ে বের হতে হচ্ছে কর্মীদের। কারণ রাস্তার পাশেই স্কুলের যে মাঠটি রয়েছে সেটাও কর্দমাক্ত হয়ে আছে। বিজেপি নেতারা আরো অভিযোগ করেন পঞ্চায়েত ফান্ডে বহু লক্ষ্য পড়ে থাকলেও ইচ্ছাকৃতভাবে এই রাস্তার কাজ করানো হচ্ছে না। তবে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এখন দেখার বিষয় আগামী দিনে মানুষের সমস্যা কতটা সুরাহা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য