Saturday, February 15, 2025
বাড়িরাজ্যগ্রেপ্তার বাইক চোরের মূল পান্ডা

গ্রেপ্তার বাইক চোরের মূল পান্ডা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ অক্টোবর : পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হলো বাইক চুরির ঘটনার মূল পান্ডা। পুলিশ তার কাছ থেকে উদ্ধার করছছে একটি বাইক ও একটি স্কুটি। ধৃত বাইক চোরের নাম জহর উদ্দিন। ধৃতের বাড়ি চুরাইবাড়ি থানা এলাকায়। ধৃত চোরকে জিজ্ঞাসবাদ চালিয়ে উদ্ধার চাঞ্চল্যকর তথ্য। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে রাজধানী আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন স্থানে বাইক চুরির ঘটনা ঘটে চলছে। দুর্গাপূজার সময়ও চুরির ঘটনা রুখতে পারেনি পুলিশ প্রশাসন। বিশেষ করে রাজধানীতে বৃদ্ধি পেয়েছে বাইক চুরির ঘটনা।

 চুরির ঘটনা রুখতে পুলিশের তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। আর এতেই একের পর এক সাফল্য আসতে শুরু করেছে। প্রথমে ডাকাত দলের সদস্য, তারপর চুরি  ও ছিনতাই দলের সদস্যদের গ্রেপ্তারের পর পুলিশ এইবার জালে তুলতে সক্ষম হল বাইক চোর চক্রের এক পাণ্ডাকে। ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব আগরতলা থানার পুলিশ পেট্রোলিং করার সময় এক ব্যক্তিকে একটি পালসার বাইক সহ সন্দেহভাজন আটক করে। পালসার বাইক সহ ঐ ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চালাতেই বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। মহকুমা পুলিশ আধিকারিক জানান ধৃত ব্যক্তির নাম জহর উদ্দিন, বাড়ি চুরাইবাড়ি থানা এলাকায়। ধৃত জহর উদ্দিন বাইক চুরির ঘটনার সাথে যুক্ত।

 তার সাথে আরও ৪ থেকে ৫ জন রয়েছে। তারা আগরতলা শহরের বিভিন্ন স্থানে ভাড়া থাকে। প্রতি এক থেকে দুই মাস পর পর তারা ভাড়া বাড়ি পরিবর্তন করে। সর্বদা তারা ফুল হেলমেট পরিধান করে  বাইক চালায় সিসি ক্যামেরা থেকে মুখ লুকানোর জন্য। মহকুমা পুলিশ আধিকারিক আরও জানান ধৃত জহর উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে চুরি যাওয়া একটি স্কুটিও উদ্ধার করা হয়েছে। শুক্রবার ধৃত জহর উদ্দিনকে  পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে আদালতে সোপর্দ  করেছে পুলিশ। এইদিকে এই বাইক চোর চক্রের আরও এক সদস্যের ছবি প্রকাশ করেছে পুলিশ। পুলিশ বাইক চোর চক্রের অপর সদস্যের ছবি প্রকাশ  করে সকলকে সহযোগিতা করার আহ্বান জানায়। এখন দেখার পুলিশ এই বাইক চোর চক্রের বাকি সদস্যদের জালে তুলতে সক্ষম হয় কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য