স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : আসন্ন নির্বাচনের আগে ফের সক্রিয় এনএলএফটি জঙ্গিগোষ্ঠী। চাঁদা সংগ্রহ করতে গিয়ে আটক এন এন এফ টি জঙ্গী। শুক্রবার গন্ডাছড়া ডাঙ্গাবাড়ি সংলগ্ন একটি গাড়ি থেকে দুইজন জঙ্গিকে আটক করা হয়। দুজন জঙ্গীর কাছ থেকে উদ্ধার করা হয় দুটি মোবাইল ফোন এবং ১৫ হাজার টাকা।
ধৃত দুই জঙ্গি সঞ্জয় ত্রিপুরা (৩০) এবং অখিন্দ্র দেববর্মা (৩১)। সঞ্জয় ত্রিপুরার বাড়ি আমবাসায়, অখিন্দ্র দেববর্মার বাড়ি সালেমাতে। গন্ডাছড়া থানার পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদের পর আরও দু’জনকে আটক করতে সক্ষম হয়। বাকি দুজন হলো বাইলিয়া জমাতিয়া(২৮), বাড়ি রহস্যবাড়ি এবং রবি কুমার ত্রিপুরা(৪৫), বাংলাদেশে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা এন এন এফ টি জঙ্গিগোষ্ঠী হয়ে সালেমা, কচুরছড়া, কমলপুর, গন্ডাছড়া, রহস্যবাড়ি থেকে এন এল এফ টি জঙ্গী গোষ্ঠীর জন্য চাঁদা তুলছিল। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে বলে জানা গেছে এদিন।