স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : আগামী ২৫ নভেম্বর পুর ও নগরের নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে শুক্রবার রাজধানীতে মহা মিছিল করল শ্রমজীবী অংশের মানুষেরা।
এদিন রবীন্দ্রভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মিছিল শুরুর আগে শ্রমিক নেতা বিপ্লব কর জানান আগামী ২৫ নভেম্বর পুর নিগমের ৫১ টি ওয়ার্ডের নির্বাচন। আর এই নির্বাচনে বিজেপি মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান জানিয়ে এই মিছিল। স্বচ্ছ ভাব মূর্তির সরকার এই রাজ্যে চলছে।
সাড়ে তিন বছরের মেয়াদে দুই বছর ক্ষতিগ্রস্থ হয়েছে করোনার কারনে। তার পরেও নতুন চিন্তা ভাবনায় চলছে সরকার। আগরতলা পুর নিগম এলাকায় শ্রমজীবি অংশের মানুষ যাতে সঠিক সুবিধা পায় এবং গরিবরা যাতে উপকৃত হয় তার জন্য বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্য আহ্বান জানান তিনি।