Thursday, July 10, 2025
বাড়িরাজ্যশুরু হলো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ

শুরু হলো পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর :  শুক্রবার থেকে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে শনিবার পর্যন্ত। উমাকান্ত একাডেমির  তিনটি হলে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ করা হচ্ছে। ভোটের কাজে নিযুক্ত সরকারি কর্মচারী এবং আরক্ষা দপ্তরের কর্মীরা পোস্টাল ব্যালটে ভোট দিচ্ছেন।  তিনটি হলের দায়িত্বে রয়েছেন তিনজন রিটার্নিং অফিসার। সদর মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন তিনটি হলে

পুর নিগমের ওয়ার্ড ভিত্তিক ভোট দেবেন ভোট কর্মীরা।  ১ থেকে ১৭  নম্বর ওয়ার্ডের জন্যে একটি  কক্ষ, অপর একটি রুমে ১৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ডের জন্য  কর্মচারীরা ভোট দিচ্ছেন। ৩৫  থেকে ৫১ নম্বর ওয়ার্ডের জন্য আরেকটি হলে  কর্মীরা ভোট দিয়েছেন।ভোট কর্মীরা তাদের পরিচয় পত্র এবং অ্যাপোয়েন্টমেন্ট লেটার দেখিয়ে ভোটদান করছেন। সকাল দশটা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এর আগে থেকেই ভোটগ্রহণের কাজে নিযুক্ত কর্মীরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েন। ২৭০০ জন ভোট কর্মী সদর মহকুমা প্রশাসনের অধীন ৫১ টি ওয়ার্ডের জন্য  ভোট দেবেন। এদিকে ভোট গ্রহণকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সদর মহকুমা প্রশাসন।

আগরতলা পুরনিগম সহ রাজ্যের ২০ টি পুর ও নগর সংস্থার ভোট আগামী ২৫ নভেম্বর।  সবকটি আসনেই জোরদার প্রচার শুরু হয়েছে। নির্বাচনে প্রচারের মুখ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রাজনৈতিক দলগুলোর প্রচারের পাশাপাশি চুড়ান্ত প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। সদর মহকুমা প্রশাসন ভোট গ্রহনের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়েছে বলে মহকুমা শাসক অসীম সাহা জানিয়েছেন। গত  শনিবার থেকে শুরু হয়েছে ইভিএম কমিশনিং। এবার ভোট কর্মীদের ভোট সামগ্রী বুঝিয়ে দেওয়া হবে ২২ তারিখ থেকে। চলবে দুদিন।

আগরতলা পুরো নিগমের ৫১ টি ওয়ার্ডের জন্য ৬০ জন সেক্টর ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারাও কমিশনিং এ অংশ নেন। কি ভাবে ভোট পরিচালনা করতে হবে সে বিষয়ে তারা অবহিত হন।  এই ৬০ জন সেক্টর ম্যাজিস্ট্রেট এর তত্ত্বাবধানে ভোট প্রক্রিয়া  চলবে বলে  জানিয়েছেন মহকুমাশাসক অসীম সাহা। ৬০ জন সেক্টর ম্যাজিস্ট্রেট ভোট কেন্দ্র গুলোর দিকে নজর রাখবেন৷

আগরতলা পুর নিগমের ভোটের কাজে নিযুক্ত ভোট কর্মীদের রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবন এর দুটি হলে ইভিএম কমিশনিং করা হয় । আগরতলা পৌর নিগমের ৪৩৯ টি ভোট কেন্দ্রে ৩ হাজার ভোট কর্মী ভোটের কাজে নিযুক্ত আছেন। এই ৪৩৯ টি  টিমকে রবিবার ইভিএম কমিশনিং করা হয় বলে জানিয়েছেন সদর মহকুমা শাসক। গত ১৭এবং ১৮ নভেম্বর উমাকান্ত একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সামনে ইভিএম কমিশনিং করা হয়। ভোটের কাজে

৪৩৯ টি টিম থাকলেও জরুরিকালীন কাজের জন্য  ৬০ টি টিমকে তৈরি রাখা হবে। প্রতিটি টিমে ৫ জন করে আছে।

 ৫১ টি কেন্দ্র নিয়ে আলাদা আলাদা ভাবে চিন্তা ভাবনা করেছে কমিশন। মোট কথা ভোটের জন্য ১০০ শতাংশ প্রস্তুত সদর মহকুমা প্রশাসন।এমনটাই জানিয়েছেন রিটার্নিং অফিসার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!