Wednesday, February 12, 2025
বাড়িরাজ্যরাজ্যে রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগ : রতন

রাজ্যে রেকর্ড সংখ্যক শিক্ষক নিয়োগ : রতন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর :  বিদ্যালয় শিক্ষা দপ্তরে বর্তমান সরকার আসার পর ৩৪৪৭ জনকে চাকুরী দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা দপ্তরে বিভিন্ন ফ্যাকাল্টি এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরে চাকরি দেওয়া হয়েছে ১০৭২ জনকে দেওয়া হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর ১৭৯ জনের উদ্দেশ্যে পিজিটি অফার ছাড়া হয়েছে। এছাড়া গত ২৭ সেপ্টেম্বর ২৫৬ জনের উদ্দেশ্যে টেট অফার ছাড়া হয়েছে।

শুক্রবার আরো ২৫৮ জনের অফার ইস্যু করা হয়েছে। বৃহস্পতিবার আরো ৩১০৮ জন শিক্ষক নিয়োগ করার জন্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তারপর টিআরবিটির কাছে শিক্ষক চাওয়া হয়। মোট ৩৬১২ জনের অফার শুরু করা হয়েছে। অতীতে এত রেকর্ড সংখ্যক অফার কোন সরকার দেয় নি। শুক্রবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এস টি জি টি ২৩০ জন চাওয়া হয়েছে। ইতিমধ্যে এসটিজিটির পরীক্ষা হয়ে গেছে। যেকোনো দিন তাদের ফলাফল ঘোষণা হবে। বিদ্যাজ্যোতি প্রকল্পের জন্য ২০০ জন স্পেশাল এডুকেটর দেওয়ার জন্য বলা হয়েছে জে আর বি টি -কে। আগামী অক্টোবর মাসে এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং আরো ১০০ জন পিজিটি নেওয়া হবে। এর পরীক্ষা হয়ে গেছে। ফলাফল প্রকাশ দ্রুত বের হবে। এলাকার আগামী অক্টোবর মাসে মধ্যে সকলে বাড়িতে পৌঁছে যাবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। তবে এত জন শিক্ষক একসাথে নিয়োগের ফলে হৈচৈ করার আর সুযোগ থাকবে না বিরোধীদের। এতে বিরোধীদের কষ্ট হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ।

বর্তমান সরকার আসার পর সিদ্ধান্ত নেওয়া হয় নবম শ্রেণীর সমস্ত ছাত্রীদের বাইসাইকেল প্রদান করার। কিন্তু গত দুবছর করোনা অতিমারির জন্য বাইসাইকেল প্রদান করা যায়নি। ৪৪,৬৭৩ কে এবার বাইসাইকেল প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুর্গাপূজার পর থেকে বাইসাইকেল প্রদান করা হবে ছাত্রী বিগত দু’বছর যারা নবম শ্রেণীতে ছিল। এমনটাই জানান রতন লাল নাথ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য