Monday, February 17, 2025
বাড়িরাজ্যশিক্ষক স্বল্পতার প্রতিবাদে স্কুলে তালা দিল অভিভাবকমহল

শিক্ষক স্বল্পতার প্রতিবাদে স্কুলে তালা দিল অভিভাবকমহল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর :  শিক্ষক বদলির প্রতিবাদে ফের বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ক্ষোব্দ অভিবাবকরা। ঘটনা খোয়াই মহকুমার পদ্মবিল ব্লকস্থিত আঠাইবাড়ী বিদ্যালয়ে। অভিযোগ এমনিতেই বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতা থাকাতে সঠিকভাবে পঠন পাঠন হচ্ছে না, তার উপর আর ও একজন শিক্ষক বদিলি হয়ে গেলে ছাত্র ছাত্রীদের পঠন পঠনের ব্যাঘাত ঘটবে, তাই ক্ষোব্দ হয়ে অভিবাবকরা শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের ভেতরে রেখেই বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেয় ।

অন্যদিকে জানা যায় আঠাইবাড়ী বিদ্যালয়টি উচ্চ বিদ্যালয় হওয়া সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই বিদ্যালয়ে, বিদ্যালয়ে প্রথম বিভাগে রয়েছে ৫২ জন ছাত্রছাত্রী, দ্বিতীয় বিভাগে রয়েছে ১৬০ জন ছাত্রছাত্রী। অন্যদিকে শিক্ষক শিক্ষিকা রয়েছে মাত্র ৯ জন ফলে সঠিক ভাবে ক্লাস করা সম্ভব হয়না । তাই ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য বর্তমানে কোন শিক্ষক বদলির করা যাবে না বলে দাবি অভিভাবকদের।অবশেষে দীর্ঘ ২ ঘন্টা পর ঘটনাস্থলে ছুটে যায় দপ্তরের অধিকারিক এবং তারা আশ্বাস প্রদান করলে অভিভাবকরা তালা খুলে দেয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য