স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : এবছর সারা রাজ্যে ২৫০৬ টি দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শহর এলাকায় ৯৭৯ টি এবং গ্রামীন এলাকায় ১,৫২৭ টি পূজা অনুষ্ঠিত হবে। আগরতলা পুর নিগম এলাকায় অনুষ্ঠিত হবে ৪৩৬ টি পূজা। শারদ উৎসবকে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্যজুড়ে পুলিশ, টি এস আর, এস পি ও মোতায়েন করা হয়েছে।
একই সঙ্গে থাকবে সি আর পি এফ, বি এস এফ ও আর পি এফ বাহিনী। বৃহস্পতিবার রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান এ আই জি আইন শৃঙ্খলা জ্যোতিস্মান রায় চৌধুরী। শেষ এক মাসে নেশা বিরোধী অভিযানের খতিয়ান তুলে ধরে তিনি। ৮,৬৩০ কেজি গাঁজা, ১৬৭ গ্রাম হিরোইন , ৮৯৪৬ বোতল কফ সিরাপ, ৪৯,৮২৪ নাম্বার ইয়া পাঠাবে, বাজেয়াপ্ত করা হয়েছে। ৫১ টি মামলা গ্রহণ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৭২ জনকে। ৯৯ টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুজোর জন্য অতিরিক্ত ত্রিশটি গাড়ি প্রদান করা হয়েছে। এখনো পর্যন্ত চাঁদা সংক্রান্ত ঘটনায় তিনটি মামলা নথিভুক্ত হয়েছে বলে জানান।