স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : পূজার অ্যাডভান্স, বোনাস এবং চার মাসের বকায়া বিল সহ মোবাইল রিচার্জ মিলছে না অঙ্গনওয়াড়ি কর্মীদের। ফলে বাধ্য হয়ে বৃহস্পতিবার গন্ডাছড়া মহকুমা সিডিপি অফিস ঘেরাও করে গন্ডাছড়া অঙ্গনওয়াড়ি কর্মীরা। তাদের অভিযোগ দূর্গাপূজার আর মাত্র দুই দিন বাকি, এখনো মিলছে না তাদের বকেয়া বিল সহ বোনাস। সি ডি পি ও সাথে এ বিষয়ে কথা বললে জানা যায় ফান্ডে টাকা নেই। কিন্তু শনিবার থেকে ব্যাংক বন্ধ হয়ে যাবে।
আজকে এবং আগামীকালকের মধ্যে টাকা না পেলে তাদের বঞ্চনার শিকার হতে হবে। এমনকি ছেলেমেয়েদের প্রতিবছরের মতো এবার আর কোন জামাকাপড় কিনে দিতে পারবে না। দপ্তরে এ ধরনের তালবাহানায় ব্যাপক খুব সৃষ্টি হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্যে। তবে তারা জানায় আগামী কালকের মধ্যে দপ্তরকে তাদের চার মাসের টাকা সহ পূজার বোনাস এবং এডভান্স নিতে হবে। না হলে তারা সিডিপিও -র অফিসে বসে থাকবে বলে জানায় এদিন। তারা আগে বলেন পয়লা বৈশাখ এবং শারদ উৎসবে প্রাক মূহুর্তে প্রতিবছর তাদের দুর্ভোগ পোহাতে হয়। সুতরাং শুক্রবারের মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দিতে তাদের দাবি।