Friday, March 29, 2024
বাড়িরাজ্যচিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করালেন বামফ্রন্টকে বিজেপি

চিকিৎসকদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে কাঠগড়ায় দাঁড় করালেন বামফ্রন্টকে বিজেপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর থেকে রাজ্যের চিকিৎসকদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা হয়েছিল। এই ষড়যন্ত্র এতটাই তীব্র ছিল, যার কারনে বর্তমান সরকার প্রতিষ্ঠার পর সেই ষড়যন্ত্রের গ্যাঁড়াকল থেকে বেরিয়ে আসতে অনেক সময় লেগে গেছে। বর্তমান সরকার প্রতিষ্ঠার পর বিজেপির পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল চিকিৎসকদের যোগ্য সম্মান দেওয়ার পাশাপাশি চিকিৎসকের পদোন্নতির বিষয়টি গুরুত্ব সহকারের দেখার জন্য।

 বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠার পর চিকিৎসকদের পদোন্নতিতে বাধা দেওয়া হয়েছিল এমন নয়, তাদের পে স্কেল কমিয়ে দেওয়া হয়েছিল। প্রথম বামফ্রন্ট সরকার যে নিতি নিয়েছিল, তা এতদিন ধরে চলে আসছিল। দীর্ঘ প্রায় ৩৮ বছর পর চিকিৎসকরা তাদের মর্যাদা পাবে। তারা তাদের পদোন্নতি পাবে। এই বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। ২৭৭ জন চিকিৎসকের পদোন্নতি হচ্ছে। রাজ্যে বহু চিকিৎসক রয়েছেন যারা জুনিয়র চিকিৎসক হিসাবে চাকুরিতে যোগ দিয়েছিলেন এবং জুনিয়র চিকিৎসক হিসাবে চাকুরি থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমান রাজ্য সরকার জটিলতা কাটিয়ে আইনি সমস্যার সমাধান করে ২৭৭ জন চিকিৎসককে পদোন্নতি দিয়েছে। তার জন্য বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন প্রদেশ বিজেপির পক্ষ থেকে প্রদেশ বিজেপির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য রাজ্য সরকারকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য জানান চিকিৎসকদের পদোন্নতির ফলে তার প্রভাব পড়বে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার উপর। পরোক্ষ ভাবে রাজ্যের মানুষ উপকৃত হবে। এতদিন চিকিৎসকরা অখুশি ছিল। বর্তমানে রাজ্য সরকারের সিদ্ধান্তের ফলে রাজ্যের চিকিৎসকরা স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে আরও বেশি মনোযোগী হবে। মানুষকে আরও ভালো ভাবে পরিষেবা প্রদান করবে। এইদিনের সাংবাদিক সম্মেলনে নবেন্দু ভট্টাচার্য ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক রতন ঘোষ ও প্রদেশ বিজেপির মুখপাত্র মনিকা দাস দত্ত।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য