স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ সেপ্টেম্বর : রান্নার সিলিন্ডার চুরির ঘটনায় এনসিসি থানার পুলিশের হাতে গ্রেপ্তার হলো তিন চোর। অভিযোগ মূলে জানা যায় খেজুর বাগান এলাকার গোপাল দেবনাথ নামে এক ব্যক্তি এনসিসি থানায় মামলা দায়ের করেন ঘরের তালা ভেঙে রান্নার গ্যাসে সিলিন্ডার নিয়ে যায়। সাথে সাথে পুলিশ ঘটনার তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ অনুযায়ী দুজনকে শনাক্ত করতে সক্ষম হয়। তারপর বুধবার রাতেই দুজনকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পারে রান্নার সিলিন্ডার টা কার কাছে বিক্রি করা হয়েছে। সে অনুযায়ী সেই ব্যক্তিকে রাতে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তী সময়ে সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় রান্নার গ্যাসের সিলিন্ডার। তাদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হবে বলে জানায় এন সি সি থানার পুলিশ। ধৃতদের নাম হল সুনীল চন্দ্র সরকার, বাড়ি এয়ারপোর্ট থানাধীন নারায়ণপুর এলাকায়, দেবব্রত অধিকারী, বাড়ি পশ্চিম থানাধীন ভাটি অভয়নগর এলাকায় এবং অপর চোর নিরঞ্জন রাউট, বাড়ি ভাটি অভয়নগর এলাকায়। পুলিশের ধারণা তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো গ্যাং -এর খোঁজ পাবে।