স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : গোমতী ডায়রীর চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক মহিলার। অভিযুক্তের নাম সমীর দাস। ঘটনা ধাপা চাপা দিতে শিক্ষামন্ত্রী নির্যাতিতার বাড়ি গিয়ে হুমকি দিয়েছেন বলে অভিযোগ। নির্যাতিতার বাড়ি লেফাঙ্গা থানাধীন তালতলা এলাকায়। জানা যায় ২০২১ সালে ডিসেম্বর মাসে সমীর দাসের বাড়িতে শিশু রাখার কাজ করতেন সেই মহিলা।
কিন্তু একদিন সমীর দাস কুমতলব নিয়ে সে মহিলাকে দুধের সাথে ওষুধ খাইয়ে অচৈতন্য করে ধর্ষণ করে বলে অভিযোগ। পরবর্তী সময় সমীর দাসের কান্ড দেখে তার ভাতিজা কাশীরাম দাসও মহিলার সাথে পাশবিক কাজ করে। এ বিষয়ে লেফুঙ্গা থানায় মামলা দায়ের করা হলে পুলিশ মামলা রাখে নি। এমনকি শিক্ষামন্ত্রী রতন লাল নাথ পর্যন্ত বাড়ি গিয়ে মহিলাকে হুমকি দিয়ে আসেন। এবং শিক্ষামন্ত্রী বলে আসেন মহিলার দুই শিশুকে অনাথ আশ্রম থেকে বের করে দেওয়া হবে এবং পরিবারের চাকুরি পর্যন্ত খেয়ে দেবেন। শেষ পর্যন্ত সেই মহিলা দ্বারস্থ হয় মুখ্য বিচার বিভাগীয় আদালতে। মহিলার দাবি দুই অভিযুক্ত সহ মন্ত্রীর কঠোর শাস্তি হয়।