স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : এক মহিলাকে ধর্ষণ করার ঘটনা উল্লেখ করে আজ বিধানসভায় সরব হন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এই ঘটনায় জড়িতদের বাঁচাতে মাঠে নেমেছেন মন্ত্রী রতন লাল নাথ। এমনটাই অভিযোগ করেন সুদীপ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে ট্রেজারি বেঞ্চের সাথে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন সুদীপ রায় বর্মন।
তিনি এক সময় অধ্যক্ষের সামনে গিয়েও বিক্ষোভ প্রদর্শন করেন এবং মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দাবি করেন তিনি। এই অবস্থায় মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন যেহেতু বিষয়টি তদন্তাধীন, তাই এই বিষয়ে মুখ্যমন্ত্রী প্রতিক্রিয়া দিতে পারেন না। শেষ পর্যন্ত এ বিষয়ে শাসক এবং সুদীপ রায় বর্মনের মধ্যে রীতিমতো বাক যুদ্ধ বেধে যায়। কিন্তু বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় দাবি করেন এর পেছনে সিপিআইএমের চক্রান্ত রয়েছে। পরে সিপিআইএম, কল্যাণী রায়ের বিরুদ্ধে সরব হয়। সব মিলিয়ে কার্যত উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা। সভা ত্যাগ করেন সুদীপ।