Monday, March 17, 2025
বাড়িরাজ্যপন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : সমাজ যতক্ষণ না পর্যন্ত শক্তিশালী হবে ততক্ষণ দেশ শক্তিশালী হবে না। এমনটাই বলতেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সেই দিশায় দেশ শক্তিশালী করার জন্য বর্তমান সরকার সমাজ শক্তিশালী করতে কাজ করে চলেছে। রবিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলন করে এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বক্তব্য রেখে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।

তিনি বলেন, পন্ডিত দীনদয়াল উপাধ্যায় বলতেন মানুষ এবং উদ্ভিদের মধ্যে অক্সিজেন এবং কার্বন-ডাই-অক্সাইড এর মূল সম্পর্ক রয়েছে ঠিক তেমনি আমরা একে অপরকে ছাড়া বাঁচতে পারব না। তাই সকলকে নিয়ে চলতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী। দীনদয়াল উপাধ্যায়ের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে আরো বলেন তিনি সব সময় নিরপেক্ষ থাকার চেষ্টা করতেন। আর সে নিরপেক্ষ থেকে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সরকার দেশবাসীর সাথে কাজ করার চেষ্টা করছেন। আরো বলেন পন্ডিত দীনদয়াল উপাধ্যায় যে দিশা দিয়েছেন সেটা হলো নিজেকে আগে চিনতে হবে। পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জীবনটাই যেন ছিল একটা দার্শনিকতা। এমনটাই বললেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা। এদিন আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তত্ত্ব সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিল বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য