Friday, March 29, 2024
বাড়িরাজ্যছাত্র আন্দোলন ছাড়া যুব আন্দোলনের বিকাশ সম্ভব নয় : মানিক

ছাত্র আন্দোলন ছাড়া যুব আন্দোলনের বিকাশ সম্ভব নয় : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : রবিবার আগরতলা প্রেস ক্লাবে ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতি এবং শিক্ষা ও শিক্ষক আন্দোলনের যৌথ উদ্যোগে পুস্তকের আবরণ উন্মোচন করা হয়। রাজ্যের শিক্ষা ও শিক্ষক আন্দোলন নিয়ে ইতিহাস ধর্মী এই পুস্তকের উন্মোচন করেন বিরোধী দলনেতা মানিক সরকার। এদিন অনুষ্ঠানে বিরোধী দলনেতা মানিক সরকার রাজ্যের শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রেখে বলেন রাজ্যে শিক্ষার প্রসারে প্রশ্নে ছাত্র আন্দোলন এগিয়ে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতা দরকার।

এতে আন্দোলন বড় আকার ধারণ করে। আর এভাবেই রাজ্যে বিগত দিন থেকে চলে এসেছে। এবং এই ছাত্র আন্দোলনের সাথে যুব আন্দোলন জড়িত। ছাত্র আন্দোলন ছাড়া যুব আন্দোলনের বিকাশ সম্ভব নয়। আর এটাই ঐতিহাসিক সত্য বলে জানান তিনি। শ্রী সরকার আরো বলেন, রাজ্যে বর্তমানে সন্ত্রাসবাদ এবং সম্পত্তি রক্ষার জন্য সকলকে এগিয়ে আসতে হবে। না হলে এই আন্দোলন এগিয়ে নেওয়া যাবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আয়োজিত পুস্তক আবরণ উন্মোচন অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক স্বপন বল সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য