Saturday, April 20, 2024
বাড়িরাজ্য৭১ পরিবারে ২১১ ভোটার বিজেপিতে যোগদান

৭১ পরিবারে ২১১ ভোটার বিজেপিতে যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ সেপ্টেম্বর : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যোগদান চলছে। শাসক বিরোধী উভয় দলই প্রতিদিন বিভিন্ন দল ছেড়ে কর্মী সমর্থকরা যোগদান করছে। রবিবার বিকেলে বড়জলা বিধানসভা কেন্দ্রের অনঙ্গনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৭১ পরিবারে ২১১ জন ভোটার সিপিআইএম সহ বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে পদ্ম শিবিরের শামিল হয়েছে। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান স্থানীয় বিধায়ক ডাঃ দিলীপ দাস।

তিনি পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বর্তমান বিজেপি ও আইপিএফটি জোট সরকারের সাড়ে চার বছরে কাজে মানুষ সন্তুষ্ট হয়ে বিরোধী রাজনৈতিক দল থেকে বিজেপি দলে যোগদান করছে। এই সরকার কম সময়ের মধ্যে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিয়েছে। এ সরকার কোন সুযোগ-সুবিধা দেওয়ার সময় লক্ষ্য করছে সেই সুবিধা পাওয়ার যোগ্য কিনা। আর যদি পাওয়ার যোগ্য হয়ে থাকে তাহলে কোন রাজনৈতিক রং না বেছে সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার কাজ করেছে । তিনি এদিন উদ্বেগ প্রকাশ করে বলেন বাম আমলে একটা বড় অংশের কর্মচারীরা সরকারি কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। তাদের জন্য সরকার কাজ এগোতে পারছে না। কিন্তু যারা এগুলি করছে তারা এখনই যাতে সতর্ক হয়ে যায়। না হলে মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটবে বলে আশঙ্কা ব্যক্ত করেন বিধায়ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য