স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ডিসেম্বর : ১ ডিসেম্বর নাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস। লোক ভবনে নাগাল্যান্ডের প্রতিষ্ঠা দিবস উদযাপন করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাগাল্যান্ড অতিথিদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তার পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে নাগাল্যান্ড কৃষ্টি সংস্কৃতি এবং সেই রাজ্যের ঐতিহ্যকে তুলে ধরেন রাজ্যপাল।
নাগাল্যান্ড রাজ্য ভারতীয় ইউনিয়নের ১৬ তম রাজ্য হিসাবে ১৯৬৩ সালে ১ ডিসেম্বর প্রতিষ্ঠা হয়। ১৯৬২ সালের ‘নাগাল্যান্ড রাজ্য আইন’ পাশের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ১৯৬৪ সালে আনুষ্ঠানিক দায়িত্ব ভার গ্রহণ করেছিল। একই সঙ্গে রাজভবনের অবসানে এদিন থেকে শুরু হলো লোকভবনের। উল্লেখ্য, ১ ডিসেম্বর তথা আজ থেকে রাজভবন হলো লোকভবন। আর এদিনেই লাগাল্যান্ড রাজ্যের প্রতিষ্ঠা দিবস যথেষ্ট গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ।

