Thursday, December 4, 2025
বাড়িরাজ্যনগ্ন মঞ্চের ছবি প্রকাশের পরেও অর্ধমৃত প্রশাসন

নগ্ন মঞ্চের ছবি প্রকাশের পরেও অর্ধমৃত প্রশাসন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১ ডিসেম্বর :  ৩০ নভেম্বর স্যন্দন পত্রিকায় ছবি প্রকাশের পরেও সরকার এবং আগরতলা পুর নিগম কর্তৃপক্ষের বুড়ো আঙ্গুল দেখিয়ে চলেছে! তথাকথিত স্মার্ট সিটির অন্তর্গত রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে রাস্তা দখল করে দাঁড়িয়ে আছে কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক দলের মঞ্চ। গত এক সপ্তাহ ধরে এই মঞ্চ খোলার উদ্যোগ নেই। রাস্তা দিয়ে চলাচল করতে সাধারণ মানুষের যপন্ত্রণা লাগামহীন হয়ে দাঁড়িয়েছে। সোমবার এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছে সাধারণ মানুষ। তাদের বক্তব্য, গত কয়েকদিন ধরেই একটি নগ্ন মঞ্চ রাস্তার মধ্যে দাঁড় করানো। কোথায় প্রশাসন, কোথায় সরকার, কোথায় নিগম কর্তৃপক্ষ?

আগরতলা শহরের অবস্থা এমনিতেই হিমশিম খাওয়ার মতো। সকাল থেকে রাত পর্যন্ত প্রধান সড়কগুলির সহ অলিগলিতে যানজট লেগে থাকে। ট্রাফিক কর্মীরা জরিমানা আদায় করা ছাড়া রাস্তায় যানজট নিয়ন্ত্রণ করতে খুব কমই লক্ষ্য করা যায়। যত্রতত্র চলছে পার্কিংও। শহরে চলাচল করতে নাভিশ্বাস হচ্ছে সাধারণ মানুষের। তার উপর দিয়ে এমন একটি ব্যস্ততম রাস্তার মধ্যে গত এক সপ্তাহ ধরে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি নগ্ন মঞ্চ। দিনরাত ২৪ ঘন্টা এই মঞ্চ ঘেঁষে যাতায়াত করছেন মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা। অথচ মঞ্চটি সরানোর জন্য বিলাসবহুল গাড়ি দিয়ে ঘোরাফেরা করা মন্ত্রী বাহাদুরদের মুখ দিয়ে নির্দেশ বের হচ্ছে না। যা হবার তা হবে জনগণের। এমনটাই ধ্যান ধারণা নিয়ে এক ঘোয়ামি ভাবে চলছেন তারা। যেন মনে হয় শহরটা অভিভাবকহীন হয়ে পড়েছে। রক্ষাকর্তা হিসেবে প্রশাসন থাকলেও অর্ধমৃত অবস্থায় জনগণের পয়সা গুনছে মাসে মাসে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য