স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : গত ২১ সেপ্টেম্বর বিধানসভার সদস্যদের কাছে দাবি জানানো হয়েছিল ২৩ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে চাকরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক-শিক্ষিকাদের স্কুলমুখী করতে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। কিন্তু কোন সদর্থক ভূমিকা গ্রহণ না করায় শনিবার আগরতলা প্রেস ক্লাবের সামনে সাংবাদিক সম্মেলন করে চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা জানান, তাদের সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত তাদের ১৩৯ চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকা প্রয়াত হয়েছেন। আগামী ২০২৩ -এর আগে যে বিধানসভা নির্বাচন চলছে তাতে দাবি রাখা হয়েছিল সরকার যাতে তাদের জন্য সদর্থক ভূমিকা গ্রহণ করতে ২৩ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশনে কোন সিদ্ধান্ত নেয়।
কিন্তু এদিন বিধানসভা অধিবেশনের প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কোন সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি। তাতে চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা মর্মাহত হয়েছে বলে জানান তিনি। তাই শনিবার ১০,৩২৩ -এর চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকারা সারাদিনব্যাপী ম্যারাথন বৈঠকের পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেয় আগামী ২৬ সেপ্টেম্বর বিধানসভা অধিবেশন সমাপ্তির দিন। এদিন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা বিধানসভা চলো অভিযান সংঘটিত করবে। এদিন সকাল দশটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে বিধানসভা চলো অভিযান সংঘটিত করা হবে বলে জানান চাকরিচ্যুত শিক্ষক বিজয় কৃষ্ণ সাহা। তিনি আরো বলেন সেদিন গণতান্ত্রিক পদ্ধতিতে বিধানসভা চলো অভিযান সংঘটিত করা হবে। পাশাপাশি বিরোধী দলের সদস্যদের কাছে দাবি জানান সেদিন যাতে বিধানসভা অধিবেশনে চাকুরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের প্রসঙ্গ তোলা হয়। সরকারকে যাতে বাধ্য করা হয় সদর্থক ভূমিকা গ্রহণ করতে। আয়োজিত সাংবাদিক সম্মেলনের উপস্থিত ছিলেন চাকরিচ্যুত শিক্ষক কমল দেব, ডালিয়া দাস, অজয় দেববর্মা সহ অন্যান্য চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।