স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : গণতান্ত্রিক অধিকার সুরক্ষা সংগঠনের প্রথম দ্বিবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয় শনিবার। সম্মেলনটি অনুষ্ঠিত হয় স্টুডেন্ট হেলথ হোমে। শনিবার সম্মেলনের পর সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সভাপতি দিলীপ কুমার দাস চৌধুরী। উদ্বেগ প্রকাশ করে বলেন শাসকদলের আশ্রিত সমাজ বিরোধীদের দ্বারা ত্রিপুরার সর্বত্র তীব্র আকার ধারণ করেছে।
সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে একাধিক সন্ত্রাসের ঘটনা সামনে উঠে এসেছে। প্রত্যেকটি ঘটনার সাথে শাসক দলের আশ্রিত দুর্বৃত্তরা জড়িত। এ ধরনের ঘটনা গণতন্ত্র রাষ্ট্রে মোটেই কাম্য নয়। আসন্ন বিধানসভার নির্বাচন কয়েক মাস পর। এই মুহূর্তে প্রশাসন যাতে কঠোর আইনের পদক্ষেপ গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে তার জন্য দাবি জানান তিনি।