স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ সেপ্টেম্বর : অবৈধ নকল সূর্য কয়েল আটক করতে অভিযানে নামল পুলিশ। উদ্ধার হয়েছে কয়েকটি দোকান থেকে অবৈধ নকল সূর্য কয়েল। এইদিন মহারাজগঞ্জ বাজারের বেশ কয়েকটি দোকানে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ অবৈধ নকল সূর্য কয়েল। পূর্ব আগরতলা থানার পুলিশ ও মহারাজগঞ্জ ফাঁড়ি থানার পুলিশ এদিন যৌথভাবে অভিযান চালায়। সদর মহকুমা পুলিশ আধিকারিক জানান সাধারণত সূর্য কয়েল ভারতে তৈরি হয়।
কিন্তু অবৈধ নকল সূর্য কয়েল বাজারে ছেয়ে গেছে। বাংলাদেশ থেকে তা আমদানি করা হয়েছে। এই বিষয়ে সূর্য কয়েলের আগরতলার ডিলার পূর্ব আগরতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে এইদিন অভিযান চালানো হয়েছে। এইদিনের অভিযানে কয়েকটি দোকান থেকে অবৈধ নকল সূর্য কয়েল উদ্ধার হয়েছে। তাই সেই সকল দোকানদারদের প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের পর মূল আমদানিকারি ব্যক্তিকে আটক করা হবে। ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এখন দেখার বিষয় পুলিশ মূল পান্ডাকে কতটা গ্রেপ্তার করতে সক্ষম হয়।