স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : শুক্রবার বিধানসভা অধিবেশনের কী পয়েন্টে বিরোধী বামফ্রন্টের বিধায়ক সুধন দাস এখন পর্যন্ত কত পরিমান সরকারি চাকরি দেওয়া হয়েছে এবং আর কত পরিমান চাকরি দেওয়া হবে এই সংক্রান্ত একটি প্রশ্ন উত্থাপন করেন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী তথা আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন এখন পর্যন্ত রাজ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ হাজার ৩১ টি চাকরি দেওয়া হয়েছে। যার মধ্যে পূর্ত সহ বিভিন্ন দপ্তরও রয়েছে।
আগামী বছর জানুয়ারি মাসের ১০ – ১৫ তারিখ থেকে নির্বাচনী আচরন বিধি লাগু হয়ে যেতে পারে। এই কারনেই চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে এই চাকরি প্রদানের সংখ্যাটা বেড়ে ৩৮ হাজারের কাছাকাছি চলে যাবে। শিক্ষামন্ত্রী রতন লাল নাথ আরো বলেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী , অর্থমন্ত্রী, মুখ্যসচিব এবং অর্থ সচিবদের মধ্যে এক গুরুত্ব পূর্ণ আলোচনা হয়েছে। যেখানে ৩১০৮ টেট উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই টেট উত্তীর্ণদের শিক্ষক পদে নিয়োগ করা হবে বলে বিধানসভায় জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। এদিকে এদিন বরাবরের মতো রসিকতার মেজাজে ছিলেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। খানিকটা চেপে ধরেন দুই প্রাক্তন অর্থমন্ত্রী বাদল চৌধুরী এবং ভানুলাল সাহাকে। একটা সময়ে বিরক্ত হয়ে হল ছেড়ে বেড়িয়ে যান বিরোধী দলনেতা মানিক সরকার।