স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : শুক্রবার থেকে শুরু হল দ্বাদশ বিধানসভার দ্বাদশ তম অধিবেশন। মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার প্রথম বারের মতো বিধানসভার অধিবেশনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এইদিন অধিবেশনের শুরুতে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী গণতন্ত্রকে আরও সুদৃঢ় ও সুসংগঠিত করার জন্য বিধানসভার সকল সদস্য সদস্যাদের গঠন মূলক আলোচনা করার আহ্বান জানান।
তিনি বলেন জনগণ বিশ্বাস ও আস্থা রেখে সকলকে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত করে প্রতিনিধি হিসাবে বিধানসভায় পাঠিয়েছেন। জনগণের বিশ্বাস, আস্তা মাথায় রেখে দলীয় আদর্শ মেনে শাসক বিরোধী সকলের আলোচনার মধ্যদিয়ে জনকল্যাণে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। বিধানসভায় সকলের গঠন মূলক আলোচনা ও একে অপরের প্রতি শ্রদ্ধার ফলে বিধানসভার গরিমা বৃদ্ধি পাবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। বাস্তবের নিরিখে সকলকে বিধানসভায় গঠন মূলক আলোচনা করার আহ্বান জানান তিনি। মুখ্যমন্ত্রী এইদিন আশা ব্যক্ত করে বলেন বিগত দিনে বিধানসভার সকল সদস্য-সদস্যা বিধানসভা পরিচালনার জন্য যে ভাবে অধ্যক্ষকে সহযোগিতা করেছেন, আগামী দিনেও সেই ভাবে সহযোগিতা করবেন। মুখ্যমন্ত্রী এইদিন বিধানসভার সকল সদস্য সদস্যাদের শারদোৎসবের আগাম শুভেচ্ছা জানান।