স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ সেপ্টেম্বর : রাজ্যের সাধারণ ডিগ্রি কলেজ গুলিতে বর্তমানে সহকারী অধ্যাপকের ২৮৪ টি পদ শূন্য রয়েছে। ইতিমধ্যে এই উচ্চ শিক্ষা দপ্তর থেকে রাজ্যের সাধারন ডিগ্রি কলেজ গুলির জন্য সহকারী অধ্যাপক নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য সর্বশেষ ২০২২ সালের ২৪ মার্চ বিজ্ঞাপ্তি জারি করেছে।
বিধানসভায় বিধায়ক সুদিপ রায় বর্মণের এক প্রশ্নের জবাবে এমনটা জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও বলেন রাজ্যে সাধারন ডিগ্রি কলেজ গুলিতে সহকারী অধ্যাপকের জন্য ৬৮৩ টি অনুমোদিত পদ রয়েছে। বর্তমানে সরকার প্রতিষ্ঠার পর ৩৮ টি শূন্যপদ পূরণ করা হয়েছে। তারপর ককবরকের জন্য ২২ টি পদ নতুন করে সৃষ্টি করা হয়েছে। সেই পদ গুলি পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। পরীক্ষাও হয়ে গেছে। আগামী ২০ থেকে ২৫ দিনের মধ্যে এই পদ গুলি পূরণ হয়ে যাবে।