স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের জনতা পার্টির প্রদেশ সভাপতি, প্রভারী এবং মুখ্যমন্ত্রী সহ কার্যকর্তাদের মধ্যে ব্যাপক রদবদল হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে প্রদেশ বিজেপি প্রস্তুতি শুরু হয়ে গেছে। প্রদেশ বিজেপি সাংগঠনিক ভাবে নিজেদের ঘর গুছিয়ে পুরোদমে ময়দানে ঝাপাতে চাইছে। সম্প্রতি প্রদেশ বিজেপির প্রভারি বিনোদ সোনকরকে সরিয়ে প্রভারির দায়িত্ব দেওয়া হয় ডাক্তার মহেশ শর্মাকে। তার পাশাপাশি প্রদেশ বিজেপির সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয় রাজীব ভট্টাচার্যর হাতে। কারন ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে সাংগঠনিক কাজে তেমন একটা সময় দিতে পারছিলেন না। তাই সভাপতির ব্যাটন তুলে দেওয়া হয়েছে রাজীব ভট্টাচার্য-র হাতে।
জাতে করে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করা যায়। এইদিকে প্রদেশ বিজেপির প্রভারি হিসাবে দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথমবারের মতো রাজ্য সফরে আসেন ডাক্তার মহেশ শর্মা। সাথে এসেছেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা। রাজ্য সফরে এসে তারা সাংগঠনিক শক্তি পরীক্ষা করে নিচ্ছেন। বৃহস্পতিবার তারা বিভিন্ন জেলা ও মণ্ডল নেতৃত্বদের সাথে বৈঠক করেন। প্রদেশ বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে প্রদেশ বিজেপি প্রভারি ডাক্তার মহেশ শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এইদিনের বৈঠকে মূলত সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মা জানান বিজেপি একটা ক্যাডার ভিত্তিক দল। ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি রাজ্যে এসেছেন। শুক্রবার রাজ্যে আসবেন বিজেপির রাষ্ট্রীয় সংগঠন মহামন্ত্রী বিএল সন্তোষ। ইতিমধ্যে সকল মন্ত্রী, বিধায়ক ও মণ্ডল নেতৃত্বদের সাথে তিনি বৈঠক করেছেন। আগামিদিনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চাইছেন সমগ্র দেশের সাথে উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন হোক। সেই দিসাতে কাজ করছে বিজেপি। তিনি আশা ব্যক্ত করে বলেন ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠা হবে। এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনের মধ্যদিয়ে কেন্দ্রে ফের এনডিএ সরকার প্রতিষ্ঠা হবে। সেই দিশাতে বিজেপি দলের কার্যকর্তারা কাজ করছে।