স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : বৃহস্পতিবার ধর্মনগর অটো স্ট্যান্ডে চারজন যাত্রী চুড়াইবাড়ি যাবার জন্য ৩৩১৮ নম্বরের অটোতে উঠে। তাদের সাথে থাকা সামগ্রী দেখে অটোচালক এবং অন্যান্যদের সন্দেহ হয়। চার যাত্রীকে জিজ্ঞাসা করা হলে তারা জানায় এগুলি বালিশ। এতে অটো চালক এবং অন্যান্যদের সন্দেহ হওয়ায় তারা তল্লাশি করতে গিয়ে বের হয়ে আসে মোট ১১ প্যাকেট গাঁজা। অর্থাৎ ৩৯ কেজি। সাথে সাথে ধর্মনগর থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে চারজনকে গ্রেফতার করে। তাদের বাড়ি বিহারের বৈশালী জেলায়।
এদের নাম মুকেশ কুমার, কানাই কুমার , প্রিন্স এবং ছোট লাল রায়। তাদের গ্রেপ্তার করে ধর্মনগর থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত চলছে।