স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার রাজধানীতে সুশাসন মিছিল সংগঠিত করল ১০,৩২৩ ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষিকারা। এইদিন রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনি থেকে শুরু হয় মিছিলটি। মিছিলটি রাজধানীর বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের অগ্রভাগে ছিলেন চাকুরিচ্যুত শিক্ষকদের নেতৃত্ব প্রদীপ বণিক, অরিন্দম শর্মারা।
এক সাক্ষাৎকারে প্রদীপ বণিক জানান পূর্বতন সরকারের সময়ে শিক্ষা দপ্তর এবং আইন দপ্তরের কিছু আধিকারিক ও আইনি পরামর্শদানকারীর ভুলের কারনে রাজ্যের শিক্ষার মানচিত্রে একটা কলঙ্কিত অধ্যায় রচিত হয়েছে। তার জেরে চাকুরিচ্যুত ১০,৩২৩ জন শিক্ষক শিক্ষিকা ও তাদের পরিবারের সদস্য সদস্যারা জীবন বিপন্নতার সন্মুখিন হয়ে এখনো রাস্তায় রয়েছে। হাতে কলম, চক নিয়ে যাদের ক্লাস রুমে থাকার কথা ছিল, বর্তমানে তারা রাস্তায়। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে দেশ জুরে পক্ষকাল ব্যাপী সুশাসন অভিযান চলছে। চাকুরিচ্যুত ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বাদ দিয়ে প্রতি ঘরে সুশাসন পৌঁছানো সম্ভব নয়। তাই আসন বিধানসভা অধিবেশনে একটা যুগান্তরকামী সিদ্ধান্ত নিয়ে ১০,৩২৩ শিক্ষক শিক্ষিকাদের বাঁচানোর দাবি জানান তিনি। তারা আরো দাবি জানান, বিধানসভার অধিবেশনের প্রথম দিন তাদের যাতে স্কুলমুখী করার সিদ্ধান্ত নেয়।