Saturday, April 20, 2024
বাড়িরাজ্যপুলিশের হাতে আটক দুই বাংলাদেশি

পুলিশের হাতে আটক দুই বাংলাদেশি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : গ্রেপ্তার আরো দুই বাংলাদেশি চোর। এইবার পূর্ব আগরতলা থানা পুলিশ বুধবার রাতে চন্দ্রপুর থেকে দুই বাংলাদেশি চোরকে আটক করল। বিট পেট্রোলিং-এর দায়িত্বে থাকা পুলিশ অফিসার মহম্মদ উল্লা কাজি বুধবার গভীর রাতে বিট পেট্রোলিং করার সময় লক্ষ্য করে চন্দ্রপুর এলাকায় দুই জন লোক ঘুরাফেরা করছে। তখন তিনি তাদের দিকে এগিয়ে যান। পুলিশ তাদের দিকে এগিয়ে যেতেই তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের পিছু ধাওয়া করে আটক করে।

বৃহস্পতিবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিক সম্মেলন করে মহকুমার পুলিশ আধিকারিক অজয় কুমার দাস এই বিষয়ে জানান। তিনি জানান ধৃতরা হল বাংলাদেশের ফেনির বাসিন্দা জায়েদ হাসান ও বাংলাদেশের বাগেরহাট এলাকার বাসিন্দা মহম্মদ সোমান শেখ। ধৃতরা ত্রিপুরা হয়ে আসামে গিয়েছিল। সেখান থেকে তারা পুনঃরায় রাজ্যে এসেছে। ধৃতদের কাছ থেকে চুরির কাজে ব্যবহুত সামগ্রী পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা চুরির উদ্দেশ্যে রাজ্যে এসেছে। বাংলাদেশের দুই চোর আটকের ঘটনা থেকে ফের প্রমানিত হল যে রাজধানীতে একের পর এক চুরির ঘটনার সাথে যুক্ত রয়েছে বাংলাদেশি চোররা। জানা যায় পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তাদের সাথে আর কারা কারা যুক্ত রয়েছে, পুলিশ তা জানার চেষ্টা করছে। এখন দেখার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আর কি কি তথ্য জানতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য