Wednesday, March 26, 2025
বাড়িখেলানয়ার ও গোরেটস্কাকে হারাল জার্মানি

নয়ার ও গোরেটস্কাকে হারাল জার্মানি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ সেপ্টেম্বর:নয়ার ও গোরেটস্কার কোভিড-১৯ পজিটিভ হওয়ার কথা বুধবার জার্মানি দলের পক্ষ থেকে জানানো হয়।এ দিনই তারা টিম হোটেল ছাড়বেন বলে সংবাদ সম্মেলনে জানান জার্মানি দলের মুখপাত্র ফ্রান্সিসকা  ভুয়েলে।নয়ারের বদলে বুন্ডেসলিগার আরেক ক্লাব হফেনহাইমের গোলরক্ষক অলিভার বাউমানকে দলে যোগ করা হয়েছে। পরবর্তীতে আরও ফুটবলার ডাকা হবে বলেও জার্মান ফুটবলের পক্ষ থেকে জানানো হয়েছে।আগামী শুক্রবার হাঙ্গেরির বিপক্ষে ঘরের মাঠে খেলবে জার্মানি। সোমবার ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা ওয়েম্বলি স্টেডিয়ামে।এরপরই বিশ্বকাপের মিশনে নামবে জার্মানি। কাতার বিশ্বকাপে ‘ই’ গ্রুপে আছে তারা। বৈশ্বিক আসরে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের অভিযান শুরু আগামী ২৩ নভেম্বর, জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ২৭ নভেম্বর স্পেন ও ১ ডিসেম্বর কোস্টা রিকার মুখোমুখি হবে সবশেষ ২০১৪ বিশ্বকাপ জয়ীরা।নেশন্স লিগে আগের চার ম্যাচে এক জয় ও তিন ড্রয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের ৩ নম্বর গ্রুপে দ্বিতীয় স্থানে আছে জার্মানি। ৭ পয়েন্ট নিয়ে হাঙ্গেরি শীর্ষে।ইতালি ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় ও ইংল্যান্ড ২ পয়েন্ট নিয়ে তলানিতে আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য