স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর : কিল্লা থেকে উদয়পুর জামতলা সিপিআইএমের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে উদয়পুর গার্লস স্কুলের সামনে শাসকদলের দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত হতে হয় সিপিআইএম কর্মী সমর্থকদের। ইট, পাটকেল লাঠি দিয়ে আক্রমন করে বুলেরু গাড়ির উপর। ভাঙচুর করা হয় গাড়িটি। আক্রান্ত হয় মহিলা সহ মোট এগারো জন।
গাড়ির চালক ছাড়া এরা প্রত্যেকেই জনজাতি অংশের। এমনটাই অভিযোগ দলীয় কর্মীদের। অভিযোগের আঙুল শাসক দলের উপর। এদিকে ঘটনার খবর পেয়ে, আগরতলা ফেরার পথে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ বিধায়ক রতন ভৌমিক ও প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া উদয়পুর মহকুমার অন্তর্গত টেপানিয়া সংলগ্ন গোমতী জেলা হাসপাতালে ছুটে যান। আক্রান্ত কর্মীদের খোঁজখবর নেন। কথা বলেন আক্রান্ত কর্মীদের সাথে। আলোচনা করেন চিকিৎসকদের সঙ্গেও। পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দল নেতা মানিক সরকার বর্তমান রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দেন। বলেন বিরোধীদের মিটিং, মিছিল, সভা সহ্য হচ্ছেনা শাসক দলের। এই কারনেই তাদের এই ধরনের কর্মকান্ড। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তবে গোটা ঘটনাটি মোটেও ভালো চোখে নেয়নি শুভ বুদ্ধি সম্পন্ন মহল। এ নিয়ে সর্বত্রই একটা আতংক এবং ক্ষোভের সৃষ্টি হয়েছে।