Friday, April 19, 2024
বাড়িরাজ্যপ্রদেশ বিজেপি প্রভারি হয়ে প্রথম বার রাজ্যে এলেন ডাক্তার মহেশ শর্মা

প্রদেশ বিজেপি প্রভারি হয়ে প্রথম বার রাজ্যে এলেন ডাক্তার মহেশ শর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ সেপ্টেম্বর :  ২০২৩ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ঘর গুছাতে শুরু করে দিয়েছে বিজেপি। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বও চাইছে ত্রিপুরা রাজ্যে ফের বিজেপি সরকার প্রতিষ্ঠিত হোক। সেই মোতাবেক কাজ শুরু করা হয়েছে। সম্প্রতি দলের সাংগঠনিক স্তরে একাধিক রদবদল করা হয়েছে। প্রদেশ বিজেপির সভাপতি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে রাজীব ভট্টাচার্যকে। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিধায়ক বিপ্লব কুমার দেবকে প্রার্থী করা হয়েছে রাজ্য সভায় রাজ্যের এক মাত্র আসনে।

একই সাথে দায়িত্ব দেওয়া হয়েছে হরিয়ানার প্রভারির। একই সাথে পরিবর্তন করা হয় প্রদেশ বিজেপি প্রভারি। প্রদেশ বিজেপির প্রভারির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বিনোদ সোনকরকে। একই সাথে প্রদেশ বিজেপির প্রভারি করা হয়েছে ডাক্তার মহেশ শর্মাকে। প্রদেশ বিজেপির প্রভারি হিসাবে দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথম বারের মতো রাজ্যে এলেন প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মা। এইদিন মহেশ শর্মার সাথে রাজ্যে আসেন বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্র, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ অন্যান্যরা। এইদিন এমবিবি বিমান বন্দরে প্রদেশ বিজেপির প্রভারি ডাক্তার মহেশ শর্মাকে স্বাগত জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধায়ক কৃষ্ণধন দাস, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক টিঙ্কু রায় সহ অন্যান্যরা। রীতি মতো এমবিবি বিমান বন্দরে ফুলের পাপড়ি ছিটিয়ে, ঢাক ঢোল বাজিয়ে এইদিন প্রদেশ বিজেপি প্রভারিকে রাজ্যে স্বাগত জানানো হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য