স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : আগরতলা পুর নিগমের নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। রাজ্যের বেশ কিছু স্থানে বিরোধী দলগুলোর মতো বিজেপি-র প্রচার সজ্জা নষ্ট করার মতো ঘটনা প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার রাতে ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের ৩৬ নং ওয়ার্ডের ৩২ নং বুথ অফিসের প্রচার সজ্জা নষ্ট করার অভিযোগ উঠল। বুধবার সকালে এই বিষয়টি নজরে আসে বিজেপি কার্যকর্তাদের।
খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে যায় বটতলা ফাঁড়ির পুলিশ। যারা বর্তমানে জন বিচ্ছিন্ন ও জন বর্জিত তারাই প্রচার সজ্জা নষ্ট করছে। বিজেপি সরকারের উন্নয়নমুখী কাজকর্ম তাদের সহ্য হচ্ছে না। তাই বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য এই পূর্ব পরিকল্পনা। জন সংযোগ থাকলে মাঠে নেমে প্রচার করুন। ফ্ল্যাগ ফেস্টুন নষ্ট করে বিজেপি-কে রোখা যাবে না বলে জানান স্থানীয় বিজেপি নেতৃত্ব। এই ঘটনায় বিজেপি কার্যকর্তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি প্রার্থী। তিনি বিরোধী দলের দিকে সরাসরি আঙুল তোলেন।