Tuesday, April 16, 2024
বাড়িরাজ্যচিটফান্ড নিয়ে নির্দেশ উচ্চ আদালতের

চিটফান্ড নিয়ে নির্দেশ উচ্চ আদালতের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ নভেম্বর : চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে ত্রিপুরা হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার উপর উচ্চ আদালতে শুনানি হয়। উচ্চ আদালতের প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ মোহান্তি ও বিচারপতি এস জি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই শুনানি হয়। শুনানি চলাকালীন আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ উনার বক্তব্য তুলে ধরেন।

 উচ্চ আদালত সব বিষয় খতিয়ে দেখার পর বেশ কিছু নির্দেশ দেয়। আদালত বান্ধব আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ জানান চিটফান্ড কেলেঙ্কারির তদন্তের জন্য উচ্চ আদালতের নির্দেশে রাজ্য সরকার সিট গঠন করে। সিট এই কেলেঙ্কারির তদন্ত করে ৪৭১ টি মামলার চার্জসিট জমা দিয়েছে। এই মামলা গুলিতে ৪৮০ জনকে অভিযুক্ত করা হয়েছে। চার্জসিটে উল্লেখ করা হয়েছে অভিযুক্তদের মধ্যে অধিকাংশ পলাতক। মঙ্গলবার উচ্চ আদালত রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে চিটফান্ড কেলেঙ্কারির মামলা গুলি পরিচালনার জন্য বিশেষ আইনজীবী নিয়োগ করার জন্য। একই সাথে অভিযুক্তদের সম্পত্তি দ্রুত বাজেয়াপ্ত করার কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

যে সকল অভিযুক্তর সম্পত্তি বহিঃরাজ্যে রয়েছে তাদের সম্পত্তি যেন বাজেয়াপ্ত করা যায় তার জন্য সংশ্লিষ্ট রাজ্যের সরকারকে সহযোগিতা করার জন্য কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার জন্য বলা হয়েছে। পাশাপাশি চিটফান্ডের ফাঁদে পা দিয়ে যে সকল সাধারন নাগরিক প্রতারিত হয়েছে তারা যেন তাদের কষ্টার্জিত টাকা ফিরে পাওয়ার জন্য আবেদন করতে পারে তার জন্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান আইনজীবী পুরুষোত্তম রায় বর্মণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য