স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : প্রতি ঘর সুশাসন অভিযানের অঙ্গ হিসাবে মঙ্গলবার পশ্চিম জেলা সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে দিব্যাঙ্গজনদের মধ্যে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ করা হয়। এইদিন রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে এই সকল সামগ্রি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে এইদিনের অনুষ্ঠানের সূচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার।
অনুষ্ঠানে এইদিন পশ্চিম জেলার দিব্যাঙ্গজনদের চিহ্নিত করে বিভিন্ন প্রকল্পে তাদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা এই সকল সামগ্রী সুবিধাভোগী দিব্যাঙ্গজনদের হাতে তুলে দেন। এইদিনের অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন বলেন ১৭ সেপ্টেম্বর প্রতি ঘরে সুশাসন অভিযানের সুচনা করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা যোগ্য সুবিধাভোগীদের কাছে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার জন্য এই অভিযান শুরু করা হয়েছে। এই অভিযানের অঙ্গ হিসাবে ইতিমধ্যে বিভিন্ন স্থানে বিকাশ মিটিং শুরু হয়ে গেছে। বিভিন্ন ব্লক, নগর পঞ্চায়েত ও পুর পরিষদ কার্যালয়ে এই বিকাশ মিটিং করা হচ্ছে। পরবর্তী সময় গ্রাম পঞ্চায়েত স্তরে পরবর্তী সময় এই বিকাশ মিটিং করা হবে।