স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : প্রয়াত তরুন সাংবাদিক শান্তনু ভৌমিক খুন হওয়ার পেছনে আইপিএফটি’কে দায়ী করলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে। ভারতের ছাত্র ফেডারেশন জিরানিয়া বিভাগীয় কমিটির পক্ষ থেকে মঙ্গলবার প্রয়াত তরুণ সাংবাদিক শান্তনু ভৌমিকের প্রতি শ্রদ্ধা জানান। এদিন সকালে রাজধানীর সিটি সেন্টারে সামনে পুস্পাঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা মানিক দে।
তিনি বলেন, শান্তনু ভৌমিক যে আদর্শ নিয়ে লড়াই করে গেছেন, সেই আদর্শের প্রতি সকলে যদি এগিয়ে আসে তাহলে তাঁর প্রতি প্রকৃত অর্থে শ্রদ্ধা নিবেদন হবে। আরো বলেন ২০১৮ সালের আগে আই পি এফ টি দল তিপ্রাল্যান্ডের দাবিতে চম্পকনগর সাধু পাড়া এবং মান্দাই এলাকায় অশান্তির বার্তা বরণ সৃষ্টি করেছিল। পরে তারা জাতীয় সড়ক অচল করে দিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা মূলক পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল। এবং আইপিএফটিকে তৎকালীন সময়ে মদত দিয়েছিলেন বর্তমান শাসক দল বিজেপি। এবং যেদিন শান্তনু ভৌমিক খুন হয়েছিল সেদিন সেখানে আইপিএফটির একটি কর্মসূচি ছিল। আর এই কর্মসূচিতে যারা এসেছে তারাই খুন করেছে শান্তনু ভৌমিককে। পরবর্তী সময়ে ভোটের আগে আইপিএফটি এবং বিজেপি আঁতাত হয়েছে বলে জানান তিনি। আরো বলেন, শান্তনু ভৌমিক খুনের সাথে যারা জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করার দাবি জানান তিনি।