স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন ক্লাবে পুজো মন্ডপ তৈরি করার পাশাপাশি বিদ্যুতিক ব্যবস্থা, পানীয় জল, শৌচালয়, সি সি ক্যামেরা সহ অন্যান্য সবধরনের সুরক্ষার ব্যবস্থা দর্শনার্থীদের জন্য রয়েছে কিনা খতিয়ে দেখতে মঙ্গলবার বের হয় আগরতলা পুর নিগম। আগরতলা পুর নিগমের সঙ্গে ছিলেন ত্রিপুরা ফায়ার সার্ভিস, ত্রিপুরা পুলিশ এবং বিদ্যুৎ নিগমের আধিকারিক ও ইঞ্জিনিয়াররা।
এদিন সকাল থেকে শহরের জয়নগর এলাকা সহ শহরের বিভিন্ন পূজো মণ্ডপগুলি পরিদর্শন করেন। কথা বলেন পূজো উদ্যোক্তা এবং শ্রমিকদের সাথে। জানা যায়, সমস্ত দুর্ঘটনা এড়াতে মন্ডপ তৈরি কাজ সুরক্ষিতভাবে করা হচ্ছে কিনা। বিশেষ করে শহরে যেহেতু চুরির ঘটনা সম্প্রতি বেড়েছে, তাই সিসি ক্যামেরা ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে কিনা। এছাড়াও শৌচালয় ও পানীয় জলের ব্যবস্থা সঠিকভাবে দর্শনার্থীদের জন্য করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক দলের পক্ষ থেকে জানান ইতিমধ্যে পুজো মণ্ডপ প্রথম দফায় পর্যবেক্ষণ চলছে। পুজোর কয়েকদিন আগে পুনরায় দ্বিতীয় বার পুজো মন্ডপ পর্যবেক্ষণ করা হবে। কারণ নিরাপত্তা ছাড়া পুজো করলে সমস্যা হতে পারে দর্শনার্থীদের। বিগত বছরগুলোতে সংশ্লিষ্ট দপ্তর গুলি এবং উদ্যোক্তাদের খামখেয়ালীর জন বহু দুর্ঘটনাও ঘটেছে। তাই দর্শনার্থীদের সুরক্ষার জন্য প্রশাসনিক পক্ষ থেকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং ঝুঁকিপূর্ণ ভাবে যাতে কোন মণ্ডপ তৈরি না করা হয় বলে জানান প্রশাসনিক আধিকারিকেরা।