স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : কলেজগুলিতে শান্তি পরিবেশ বজায় রাখা, কলেজের সমস্ত ছাত্র-ছাত্রীদের ভর্তির সুযোগ করে দেওয়া সহ একাধিক দাবিতে মঙ্গলবার উচ্চশিক্ষা দপ্তর ডেপুটেশন প্রদান করল এন এস ইউ আই। উপস্থিত এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায় জানান, বহিরাগতদের দিয়ে বিজেপি নামধারী সংগঠন রাজ্যের ডিগ্রী কলেজগুলিতে সন্ত্রাস করছে।
সম্প্রীতি বিবিএম কলেজে এবং কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে সন্ত্রাস করে এন এস ইউ আই ছাত্র সংগঠনের কর্মী এবং ছাত্রের উপর আক্রমণ করেছে। তাই উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে দাবি জানানো হয়েছে যাতে কলেজে শান্তি সম্প্রীতি বজায় রাখা হয়। ছাত্ররা যাতে নিরাপদে কলেজে যেতে পারে। না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন এন এস ইউ আই রাজ্য সভাপতি সম্রাট রায়।