স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ সেপ্টেম্বর : তেলিয়ামুড়া লালটিলা এলাকায় স্বপন কুমার রায় নামে এক ব্যাক্তি’কে রাস্তার পাশে হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার এক অভিযুক্ত। মঙ্গলবার অভিযুক্তকে আদালতে তুলল পুলিশ। জানা যায়, গত শনিবার রাতে তেলিয়ামুড়া লালটিলা এলাকায় স্বপন কুমার রায় নামে এক ব্যাক্তি’কে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অপরাধে অভিযুক্ত তথা মোহরছড়া ঘোষপাড়া এলাকার পরিতোষ গোপ’কে গ্রেফতার করে।
তেলিয়ামুড়া থানার পুলিশ জানান, রবিবার তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার তদন্তে নেমে মোট পাঁচ – ছয় জন’কে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালিয়েছিল। এর মধ্য থেকে পরিতোষ গোপের কথাবার্তায় অসংলগ্নতা এবং ঘটনার সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ সোমবার অভিযুক্ত’কে গ্রেফতার করেছে। মঙ্গলবার তেলিয়ামুড়া থানার পুলিশ সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে খোয়াই আদালতে সোপর্দ করে স্বপন কুমার রায় হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযুক্ত পরিতোষ গোপকে।