Friday, March 29, 2024
বাড়িরাজ্যসুশাসন রূপায়ণে বিভিন্ন কর্মসূচি বিজেপির

সুশাসন রূপায়ণে বিভিন্ন কর্মসূচি বিজেপির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর :  ১৭ সেপ্টেম্বর ছিল রক্তদানের অমৃত মহোৎসব। এদিন দেশে এক লক্ষ রক্তদান হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এই বিশ্ব রেকর্ড গড়ে নতুন নজির সৃষ্টি করেছে ভারতীয় জনতা পার্টি। প্রায় চার লক্ষ পরিবারের মধ্যে পানীয় জল পৌঁছে গেছে, উজ্জ্বলা যোজনা মাধ্যমে রান্নার গ্যাস প্রায় চার লক্ষের অধিক পরিবারের কাছে পৌঁছে গেছে এবং ৩৬ হাজার পড়ুয়ার কাছে স্মার্ট ফোন পৌঁছে গেছে।

সম্প্রতি সামাজিক ভাতা বৃদ্ধি করে দুই হাজার টাকা করা হয়েছে। এর জন্য প্রদেশ বিজেপির পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং মন্ত্রী সভার সদস্যদের শুভেচ্ছা জানানো হয়। সোমবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান প্রদেশ বিজেপি সম্পাদক তাপস মজুমদার। পূর্বে বিভিন্ন প্রকল্প, রাস্তাঘাট, পানীয় জল সহ বিভিন্ন সুযোগ সুবিধা বন্ধ ছিল। ২০১৮ সালের সরকার পরিবর্তনের পর এই সুযোগ-সুবিধা গুলি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। ১৭ সেপ্টেম্বর থেকে রাজ্যে সুশাসন কর্মসূচি শুরু হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে। এর জন্য পাঁচ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সুশাসনকে কেন্দ্র করে জেলা পর্যায়ে বিকাশ মেলা অনুষ্ঠিত হবে। আরো বলেন, প্রতি ঘরে সুশাসন রূপায়ণে যে সমস্ত জেলা মানুষের কাছে সরাসরি প্রকল্প এই অভিযানে সাফল্যের নজির রাখবে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো পিছিয়ে পড়া মানুষের জীবন মানে উন্নয়ন করা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য