Friday, April 19, 2024
বাড়িরাজ্যছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান

ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ সেপ্টেম্বর : সোমবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তিনি বক্তব্য রেখে বলেন বর্তমান সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে সবচেয়ে বেশি গুরুত্ব শিক্ষা ক্ষেত্রে দিচ্ছে। কারণ এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা ক্লাসরুম থেকে গড়ে উঠবে। এদিকে মেয়র দীপক মজুমদার বক্তব্য রেখে বলেন, রাজ্যবাসী প্রত্যাশা আজকে ছাত্রছাত্রীরা।

কারণ তারা আগামী দিনে সমাজে ভালো নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে রাজ্যের জন্য কাজ করবে। এবং মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবে বলে অভিমত ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আরো বলেন, বহির্রাজ্যের এই হাসপাতাল সামাজিক দায়িত্ব পালন করার পাশাপাশি কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা সত্যিই প্রশংসনীয়। পরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা তুলে দেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরুনোদয় সাহা, মাধ্যমিক শিক্ষা দপ্তরের অধিকর্তা চাঁদনী চন্দ্রণ সহ অন্যান্যরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য